মেনু নির্বাচন করুন

অধ্যক্ষ



আসসালামু আলাইকুম,
বিশ্বায়নের যুগে জ্ঞান দক্ষতার পাশাপাশি প্রযুক্তির উৎকর্ষের কারণে পরিবর্তনশীল আমাদের এই বিশ্বে প্রতিনিয়ত বদলে যাচ্ছে জীবন ও জীবিকা পৃথিবী জুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলেও এখনও রয়ে গেছে ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষার মত মৌলিক সমস্যাবলি। আর এজন্য প্রয়োজন জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন দূরদর্শী, সংবেদনশীল, অভিযোজন- সক্ষম, মানবিক এবং যোগ্য দেশপ্রেমিক বিশ্বনাগরিক। এ রকম একটি প্রেক্ষাপটে প্রচলিত শিক্ষার রূপান্তর প্রয়োজন।
 
মানুষ একটি পরিপূর্ণ জীবন প্রত্যাশা করে। সেই জীবন হবে নান্দনিক ও আনন্দময়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে জীবনকে নান্দনিক, আনন্দময় ও অর্থবহ করে তোলা, এবং সেই সাথে শিক্ষার্থীকে জীবিকা অর্জনের উপযোগী যোগ্য, সৃষ্টিশীল ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষে পরিণত করা।
 
ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজ মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত বেসরকারি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান হলেও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে যাচ্ছে। এই অঙ্গীকার পূরণের প্রত্যয় নিয়ে দক্ষ পরিচালনা পর্ষদ, এক ঝাঁক তরুন, মেধাবী ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের নিয়ে আমি কাজ করে যাচ্ছি। সু-প্রিয় রংপুরবাসী; আমি আশা করছি “ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজে” অধ্যয়নরত সকল শিক্ষার্থী স্বাবলম্বী ও আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে উঠবে- ইনশাআল্লাহ!
 
 
মো: লুৎফর রহমান
অধ্যক্ষ
ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর।