মেনু নির্বাচন করুন

প্রতিষ্ঠানের নিয়মাবলী

স্কুলবিধি

স্কুলের প্রত্যেক শিক্ষার্থীর ভদ্র, শালীন ও আদর্শ শিক্ষার্থীসুলভ আচরণ বাঞ্ছনীয়। ক্লাসে যথাসময়ে উপস্থিতি, পাঠাগার ও গবেষণাগারের নীরবতা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা একান্তভাবে কাম্য। শিক্ষার্থীদের নিম্নোক্ত আচরণবিধি মেনে চলা আবশ্যক:

সকল শিক্ষার্থীকে নির্ধারিত পোশাকে Identity Card-সহ প্রতিদিন স্কুলে আসা বাধ্যতামূলক ও নির্ধারিত পোশাক ছাড়া স্কুল প্রাঙ্গণে প্রবেশ নিষেধ। এ ছাড়া স্কুল ইউনিফর্ম পরে স্কুলের বাইরে কোন প্রকার অশোভন কাজ করেছে বলে প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

  • প্রত্যেক শিক্ষার্থীকে সব সময় যথাযথ, আন্তরিক ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে (নম্র, ভদ্র, বিনয় ও শালীন) আচরণ করতে হবে। যে কোন ধরনের আপত্তিকর আচরণের জন্য শাস্তিমূলক ব্যবস্থা অনিবার্য।
  • নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, কথা ও কাজে সৌজন্যতাবোধ থাকা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অত্যাবশ্যক।
  •  শিক্ষার্থীদের কোন অবহেলা ও বিশৃঙ্খলাজনিত কারণে স্কুলের কোন সম্পদ বা যন্ত্রাংশের ক্ষতি সাধিত হলে তাদেরকেই ব্যয়ভার বহন কিংবা ক্ষতিপূরণ দিতে হবে।
  • প্রশাসনের অনুমতি ব্যতীত কোন শিক্ষার্থী স্কুলের বাইরে যেতে পারবে না।
  • কোন শিক্ষার্থী শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত হলে ও পরীক্ষায় অসদুপায় অবলম্বলন করলে স্কুল হতে বাধ্যতামূলক টি.সি (T.C) দেয়া হবে।
  • শিক্ষার্থীদের অবশ্যই ক্লাস শুরু ১৫ মিনিট পূর্বে শ্রেণিকক্ষে হাজির থাকতে হবে।
  • ছাত্রদের মাথার চুল ও নখ ছোট রাখতে হবে। ছাত্রীদের হাতের ও পায়ের নখ ছোট রাখতে হবে, তাছাড়াও ছাত্রীদের ক্ষেত্রে স্কুলে সকল প্রকার অলংকার ব্যবহার নিষিদ্ধ। স্কুলে মোবাইল ফোন আনা এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
  • শ্রেণিকক্ষের বেঞ্চ, ডেস্ক, চেয়ার টেবিল, হোয়াইট বোর্ড, দেয়াল অথবা টয়লেটে কোনকিছু লেখা শাস্তিযোগ্য অপরাধ।
  • পাঠের অপ্রয়োজনীয় কোন বই, লিফলেট বা দ্রব্যাদি স্কুলে আনা বা সঙ্গে রাখা যাবে না।
  • স্কুল ক্যাম্পাসে ধূমপান কিংবা রাজনৈতিক তৎপরতা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ক্লাস চলাকালীন শিক্ষার্থীর সাথে কেউ সাক্ষাৎ করতে পারবে না।
  • প্রতি শিক্ষাবর্ষে প্রত্যেক শিক্ষার্থীকে মোট অনুষ্ঠিত ক্লাসের ৮০% উপস্থিত থাকতে হবে। এর কম উপস্থিতি থাকলে অভ্যন্তরীণ অথবা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে না।