মেনু নির্বাচন করুন

স্বাগত বক্তব্য




সু-প্রিয় রংপুর বাসি,

উত্তর জনপদের মানুষের অশা-আখাংকা প্রতিফলন পুরণের লক্ষে ২০১০ সালে রংপুরের ৮টি জেলা নিয়ে ঘঠিত হয় রংপুর বিভাগ। অন্য জেলা বা বিভাগ থেকে শিক্ষা ও অর্থনীতিতে পিছিয়ে পড়া রংপুর জেলাকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নেওয়ার লক্ষে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ”ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজ‘‘।

প্রতিষ্ঠার প্রথম বছর থেকেই রংপুর শহরে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়।

প্রথম বছর থেকেই পিইসি, জেএসি ও এসএসি পরীক্ষায় শতভাগ পাশ সহ ঈর্ষণীয় সাফল্য অর্জন করে।

বিশ্বায়নের যুগে তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার পাশা-পাশি শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে অভিজ্ঞ পরিচালনা পর্ষদ ও মেধাবী শিক্ষক মন্ডলী। 

প্রতিষ্ঠানটি ব্যতিক্রম কেন?

* একাডেমিক ক্যালেন্ডার ও Lesson Plan/T.G অনুযায়ী পাঠদান।

* দৈনন্দিন কার্যক্রম ডায়েরির মাধ্যমে অভিভাবককে অবহিতকরণ।

* প্রতিদিনের পড়া প্রতিদিন আদায়/নিশ্চিতকরণ।

* প্লে, নার্সারি ও জুনিয়র ওয়ানের শিক্ষার্থীদের জন্য বিষয় শিক্ষক ছাড়াও প্রতি ক্লাসে সার্বক্ষণিক একজন গভর্নেন্স আছে।

* খেলার ছলে শিক্ষার্থীদের শিক্ষাদান।

* স্কুল বিতর্ক, চিত্রাঙ্কন, সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও অন্যান্য শিক্ষামূলক বিনোদনের ব্যবস্থা।

* গাইড টিচার কর্তৃক হোম ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীর চিহ্নিত সমস্যাগুলোকে অভিভাবকের সাথে পরামর্শ সাপেক্ষে সমাধান করা।

* ইংরেজিসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহে সর্বাধিক ক্লাস গ্রহণ।

* দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস গ্রহণ।

* ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়।

* ডিজিটাল কনটেন্ট তৈরি করে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস গ্রহণ।

* এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য বছরের শুরু থেকেই অতিরিক্ত ক্লাস, নোট প্রদান এবং মডেল টেস্ট গ্রহণের মাধ্যমে ভালো ফলাফলের উপযোগী করে তোলা।

* স্কুল সময়ের পরে বিকেলে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা রয়েছে।

* শিক্ষার্থীর ক্রিয়েটিভিটি তৈরি করার জন্য আন্তরিক, নিষ্ঠাবান, দায়িত্বশীল, তরুণ, অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকের সমন্বয়ে পাঠদান।